উপসর্গহীন করোনায় মৃত্যু বাচিকশিল্পী প্রদীপ ঘোষের

0
1

ফের করোনায় শিল্পীর মৃত্যু। প্রয়াত বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী প্রদীপ ঘোষ। শুক্রবার, ভোররাতে যোধপুর পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে খবর, উপসর্গহীন কোভিডে আক্রান্ত ছিলেন তিনি।

সরকারি চাকরির পাশপাশি শিল্প-সংস্কৃতির আঙিনায় তাঁর ছিল স্বচ্ছন্দ গমন। সাতের দশকের শেষ থেকে আটের দশক- তাঁর আবৃত্তির গুণমুগ্ধ শ্রোতা ছিলেন বহু। তাঁর কণ্ঠে, বাচনভঙ্গিতে রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা অন্য মাত্রা পেত। তাঁর মৃত্যুতে বাংলার সংস্কৃতি জগত শোকাহত।

আরও পড়ুন-ভালো আছেন সৌমিত্র, ICU থেকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হল অভিনেতাকে