মহামারির আবহে করোনা সংক্রমণের জেরে যারা চাকরি হারিয়েছেন এবং যারা ইএসআইসি এর অন্তর্ভুক্ত তাদের জন্য সুখবর । কেন্দ্র তাদের অটল কল্যাণ বিমা যোজনার আওতায় ৫০% বেতন দেওয়ার ঘোষণা করলো। কেন্দ্রীয় সরকার ইএসআইসি-র জন্য 44 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে এই সুবিধা পাওয়া যাবে । কেন্দ্রের ঘোষণা, যারা চাকরি হারিয়েছেন কিন্তু পরে চাকরি পেয়েছেন তারাও এর সুবিধা পাবেন।
শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যে সমস্ত হাসপাতাল আছে তাদের সঙ্গেও ইতিমধ্যেই এই বিষয়ে কথা হয়েছে।
নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে মিলবে এই প্রকল্পের সুবিধা? এর জন্য সবার আগে যেটা করতে হবে তা হলো ইএসআইসি প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণ। এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে রাজ্য কর্মচারী বিমা নিগমের ওয়েবসাইটে। সেখান থেকে সহজেই অটল ব্যক্তি কল্যাণ যোজনা ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই ফর্ম পূরণ করার পরই আবেদন করতে হবে। এর ফলে কারও হঠাৎ চাকরি চলে গেলেও দু বছর পর্যন্ত তিনি আর্থিক সাহায্য পাবেন।
যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই-এর জন্য টাকা জমা দিলেই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে শর্ত গুলি রাখা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, কারও যদি নিজের ভুলে অথবা অনুচিত কাজ করতে গিয়ে চাকরি যায় সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না ।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ইএসআইসি ব্যক্তির আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা আবশ্যক। আগে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য চাকরি চলে যাওয়ার ৯০ দিন পর আবেদন করা যেত । এখন সেই সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হয়েছে। আপনার আবেদনপত্রটি গৃহীত হলে ১৫ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে টাকা। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত যারা ইএসআই এর অন্তর্ভুক্ত থাকবেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.