শহরে ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! এবার মায়ের মৃতদেহ আগলে রেখেছিল ছেলে

0
1

শহরে ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার ঘটনা বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কে। মায়ের মৃতদেহ আগলে রেখেছিলেন ছেলে। ঘরের মধ্যে থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশিদের। পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার দেহ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার, অনুমান পুলিশের।

স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুসারে, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কের বাসিন্দা ৭০ বছরের ওই বৃদ্ধা থাকতেন ছেলের সঙ্গেই। আজ, বৃহস্পতিবার সকালে দুর্গন্ধ পেয়ে ছেলের কাছে কারণ জানতে চান প্রতিবেশিরা। ছেলে তাঁর মা ঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। মৃত্যুর কারণ জানতে ছেলেকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আরও পড়ুন:দক্ষিণ থেকে উত্তর, শহরের মণ্ডপ পরিদর্শনের পর সুরক্ষার প্রশ্নে সন্তুষ্ট নগরপাল