আই লিগ ট্রফি নিয়ে শহর ঘুরবে মোহনবাগান, রুট ম্যাপ প্রকাশ

0
1

গত মার্চে চ্যাম্পিয়ন হয়েছিলো৷ কিন্তু মহামারি আর লকডাউনের কারনে সেভাবে সেলিব্রেশন হয়নি৷

‘ফুটবলের মক্কা’ কলকাতায় এসেই আগামী ১৮ অক্টোবর AIFF আনুষ্ঠানিকভাবে আই- লিগ চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবে মোহনবাগানের হাতে৷ ওইদিন অনুষ্ঠানটি হবে যুবভারতী- সংলগ্ন এক পাঁচতারা হোটেলে সকাল ১১টা নাগাদ৷ থাকবেন বাগান-কর্তাদের সঙ্গেই থাকবেন ওই দলের সদস্য শিল্টন পাল।

আর এরপরই বাগান- জনতা’র এক বিশাল শোভাযাত্রা ওই ট্রফি নিয়ে শহর পরিভ্রমণ করবে৷ হুড খোলা গাড়িতে হবে শহর ঘোরা। হোটেলের সামনে থেকেই শুরু হবে রোড- শো৷ শহরে ‘মোহনবাগান পাড়া’ বলে পরিচিত এলাকায় নিয়ে যাওয়া হবে ট্রফি৷ হায়েত রিজেন্সি থেকে শুরু হবে৷ এখান থেকে বাইপাস- বেঙ্গল কেমিক্যালস- উল্টোডাঙা মোড়- উল্টোডাঙা মেন রোড-অরবিন্দ সেতু- খান্না- এপিসি রোড- ফড়িয়াপুকুর-শ্যামবাজার পাঁচ মাথার মোড়-
এরপর U-TURN- হাতিবাগান-হেদুয়া- বিবেকানন্দ রোড- গিরিশ পার্ক-চিত্তরঞ্জন অ্যাভিনিউ-ধর্মতলা হয়ে মোহনবাগান ক্লাব৷

ক্লাবের তরফে জানানো হয়েছে, শোভাযাত্রা ও ট্রফি পরিক্রমা হবে “করোনা- প্রোটোকল” গাইডলাইন মেনেই৷ কোথাও জমায়েত করা হবে না, হবে শুধু বাইক মিছিল।

আরও পড়ুন- অবসাদে আমির কন্যা, কঙ্গনার মন্তব্য ‘ভাঙা পরিবারের বাচ্চাদের পক্ষে এটা কঠিন’