আগামী বছরের বিধানসভার ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। শাসকদলের দুর্নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে একযোগে ময়দানে নেমেছে কংগ্রেস- বামেরা। অন্যদিকে আক্রমণে শান দিচ্ছে বিজেপিও। পুজোর মুখেও জেলায় জেলায় তাই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
পুজোর মুখে ডিওয়াইএফআইয়ের অনড় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ায়। একাধিক পুর পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি , করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হন তারা।
বৃহস্পতিবার হাওড়া পুরসভায় ডিওয়াইএফআইয়ের এই অভিযানকে কেন্দ্র করে আগে থেকেই পুলিশ ব্যারিকেড তৈরি করে রেখেছিল। মিছিল এগিয়ে আসতেই প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের । কিন্তু যথেষ্ট সংযমের পরিচয় দেয় পুলিশ ।
পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করার অনুরোধ করে।
কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের কোনও কথাতেই কর্ণপাত করেনি । বরং তাদের
অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে তাঁদের উপর। এই নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায। ডিওয়াইএফআইয়ের একাধিক কর্মী এবং সমর্থক আহত হয়েছেন। যদিও বড় কোনও আঘাতের ঘটনা ঘটেনি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.