নারিনহীন কলকাতাকে উড়িয়ে ‘বিরাট’ জয় কোহলিদের

0
3

রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু ১৯৫/২

কলকাতা নাইট রাইডার্স ১১২/৯

৮২ রানে জয়ী রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু

শারজায় আরসিবি-র বিরাট জয়। কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারল রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু।

সুনীল নারিনহীন নাইট বোলিং নিয়ে ছেলেখেলা করে বিরাট-এবি জুটি। ফর্মে থাকা এবি-বিরাটের সামনে কেকেআর বোলিং কার্যত অসহায়ভাবে আত্মসমর্পণ করে৷ এবি-র বিধ্বংসী ৩৩ বলে ৭৩ রান এবং বিরাটের ২৮ বলে অপরাজিত ৩৩ রানের ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এবি-র ইনিংস সাজানো ছিল ৫টি চার এবং ৬টি ছক্কায়। এবি-বিরাটের অপরাজিত জুটিতে ১০০ রান তোলে আরসিবি। এছাড়া ব্যাট হাতে রান পায় অ্যারন ফিঞ্চ, দেবদূত পারিক্কল।

১৯৫ রানের লক্ষ্যে শুবমন গিল(৩৪) ছাড়া নাইটদের কেউই ক্রিজে দাঁড়াতেই পারেনি। ক্রিস মরিস, সুন্দর, চাহালদের পরিশালিত বোলিংয়ের সামনে কার্যত ধসে যায় কার্তিক বিগ্রেড। এই ম্যাচে হেরে কলকাতা লীগ তালিকায় তিন থেকে চারে নেমে যায়। অন্যদিকে আরসিবি তিন নম্বরে উঠে আসে। এদিনের ম্যাচ সেরা এবি ডি’ভিলিয়ার্স৷


আইপিএলে এবার যেন ব্যতিক্রমী বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ সোমবার শারজায় কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়েে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এলে আরসিবি৷ প্রথমে ব্যাটিং করে কেকেআর-এর সামনে ১৯৫ রানের টার্গেট দিয়েছিল কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১২ রান তোলে কেকেআর৷ ম্যাচের সেরা এবি ডি’ভিলিয়ার্স৷

আরও পড়ুন-  ফের জ্বর সৌমিত্রর, ভাবাচ্ছে প্রস্টেট ক্যানসার: মেডিক্যাল বুলেটিন