ঘটা করে অটল টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু যে সময় শিলান্যাস হয়েছিল সেই সময়কার ফলক কোথায়? তাই নিয়ে রীতিমতো সরব কংগ্রেস। কারণ, সেই ফলকে নাম ছিল সভানেত্রী সোনিয়া গান্ধীর। আর অভিযোগ রোহতাং টানেল থেকে গায়েব হয়ে গিয়েছে সোনিয়ার নাম লেখা ফলক।
এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ।
২৮ জুন ২০১০ এ ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধীর তরফ থেকে রোহতাং টানেলের নামে শিলন্যাস করা ফলক উধাও হওয়ায় কি-লং থানায় অভিযোগ দায়ের করেছে লাহৌল-স্পিতি জেলার কংগ্রেস সভাপতি ঝালছন ঠাকুর।
২৮ জুন ২০১০ এ তৎকালীন ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধী এই টানেলের শিলন্যাস করেছিলেন। নরেন্দ্র মোদি উদ্বোধনের পর সেপ্টেম্বর থেকে অটল টানেল আম জনতার জন্য খুলেছে। কিন্তু সোনিয়া গান্ধীর শিলন্যাস করার ফলক এখন আর চোখে পড়ছে না।
শিলন্যাস ফলক গায়েব করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছে কংগ্রেস। ফলককে উধাও বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তাদের।
সোনিয়া গান্ধীর নামাঙ্কিত ফলক উধাও হয়ে যাওয়ার ঘটনার নিন্দা করেছেন লাহৌল-স্পিতির মহিলা কংগ্রেস সভাপতি শশী কিরণ। মানালি ব্লক কংগ্রেসের সভাপতি হরিচন্দ্র শর্মা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় বাজেট বরাদ্দ করে তৎকালীন ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধী এই সুড়ঙ্গের শিলন্যাস করেছিলেন। উদ্বোধনের দিন নরেন্দ্র মোদি সে কথা একেবারেই উল্লেখ করেনি। উল্টে এবার বিজেপি সেই শিলন্যাস ফলক গায়েব করে দিয়েছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। ১৫ দিনের মধ্যে শিলন্যাস ফলক জায়গা মতো না বসলে, কংগ্রেস রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন-ইডি-র উচ্চ পদে রদবদল, যোগেশ গুপ্তার জায়গায় বিবেক ওয়াদেকর




































































































































