বোধনে মোদির পুজো-বার্তা

0
3

ষষ্ঠীর দিন। মা দুর্গার বোধনের দিন। সেই দিনেই বাংলার মানুষের উদ্দেশে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর পুজোর আগেই রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দিন কয়েক আগেই রাজ্য বিজেপির তরফে এই অনুরোধ যায় প্রধানমন্ত্রীর কাছে। উদ্দেশ্য অবশ্যই ভোটকে সামনে রেখে বাংলার মানুষের মনে দোলা দেওয়া। সোমবার বিজেপির তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। ২২ অক্টোবর তিনি ভার্চুয়াল বক্তৃতা দেবেন। একই সঙ্গে জানানো হয়েছে, পুজোর আগে রাজ্যে আসবেন অমিত শাহ। ভার্চুয়াল সভার পাশাপাশি তিনি উত্তরবঙ্গেও যেতে পারেন।

আরও পড়ুন-করোনা সতর্কতায় বার্তা: এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর