কংগ্রেস মুখপাত্র অভিনেত্রী খুশবু এবার চললেন বিজেপিতে

0
3

বিখ্যাত তামিল অভেনেত্রী ও কংগ্রেসের মুখপাত্র খুশবু সুন্দর যোগ দিতে চলেছেন বিজেপিতে। কংগ্রেস সূত্রের খবর, সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন খুশবু। সেইসঙ্গে দিল্লি এসে পৌঁছেছেন গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে। দলবদলের ইঙ্গিত পেয়ে আগেই তাঁকে মুখপাত্রের গুরু দায়িত্ব থেকে অপসারণ করেছে কংগ্রেস। দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী তথা কংগ্রেসের মুখপাত্রকে পেলে আগামী বছর তামিলনাড়ু ভোটে লাভ হবে বলে আশা গেরুয়া শিবিরের।

২০১৪ সালে ডিএমকে ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন খুশবু। দলের হয়ে সংবাদমাধ্যমে তাঁকে সরব হতে দেখাও যেত। তাঁর আশা ছিল ২০১৯ এর লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করবে কংগ্রেস। সেই ইচ্ছা পূরণ না হতেই বেসুরো হতে শুরু করেন এই অভিনেত্রী রাজনীতিক। গত কয়েক মাস ধরে তিনি বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন বলে খবর। কংগ্রেস ছাড়ার আগে টুইটে খুশবুর মন্তব্য, কেউ চাক বা না চাক, জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী।

আরও পড়ুন-ইন্টারভিউ ছাড়াই মিলবে সরকারি চাকরি, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের