অভিশপ্ত ২০২০! ফের দুঃসংবাদ! এবার শোকের সংবাদ এলো ফুটবলপ্রেমীদের কাছে। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান অকালে প্রয়াত। শুধু ভারতীয় ফুটবল দলই নয়, চ্যাপম্যান নব্বইয়ের দশকে খেলেছিলেন। মৃত্যুকালে কার্লটন চ্যাপম্যানের বয়স হয়েছিল মাত্র ৪৯।
আজ, সোমবার বেঙ্গালুরু থেকেই তাঁর মৃত্যুসংবাদ পাওয়া যায় ৷ জাতীয় দলের জার্সি গায়ে নব্বইয়ের দশকে নিয়মিত খেলেছেন এই তারকা মিডফিল্ডারটি৷ খেলা ছাড়ার পর কোচিংও করিয়েছেন চ্যাপম্যান৷ টাটা ফুটবল অ্যাকাডেমিতে কোচিং করানোর পাশাপাশি রয়্যাল রেঞ্জার্স, রয়্যাল ওয়াহিংডো, কলকাতার ক্লাব ভবানীপুর এফসি, স্টুডেন্টস ইউনিয়ন, কোয়ার্টজ এফসি-র মতো আরও নানা ক্লাবে এবং অ্যাকাডেমিতে কোচিং করিয়েছেন চ্যাপম্যান ৷ তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবল মহলে।
আরও পড়ুন-জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া কিশোর ধৃত গুজরাতে




































































































































