দীর্ঘ লকডাউন, অতিমারি পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেকেই। কারও কাজ থাকলেও বেতন হ্রাস হয়েছে। কেউ আবার বেতন পাচ্ছেন না ঠিক মতো। এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার আশা ছেড়েছেন অনেকেই। কিন্তু তাঁদের জন্য সুখবর। খাস কলকাতাতেই ডাক বিভাগে চাকরির জন্য আবেদন চাওয়া হয়েছে। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া পোস্ট, মেইল মোটর সার্ভিস ৷ আবেদনর শেষ তারিখ ২ নভেম্বর, ২০২০। কী আছে সেই বিজ্ঞপ্তিতে?

• কলকাতাতে ১৯টি শূন্য পদে করা হবে কর্মী নিয়োগ
• আবেদনপ্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে
• কলকাতায় স্লিল্ড আর্টিসান পদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট, মেইল মোটর সার্ভিস
• মোট চারটি বিভাগে লোক নিয়োগ হবে
• মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ন পদের জন্য রয়েছে ৪টি শূন্যপদ
• মোটর ভেহিকেল মেকানিক পদের জন্য রয়েছে ৮টি শূন্যপদ
• ব্ল্যাকস্মিথ পদের জন্য রয়েছে ২টি শূন্যপদ, টায়ারম্যান পদের জন্য নেওয়া হবে ২ জন ৷
• তাছাড়াও একজন করে কর্মী নিয়োগ করা হবে পেন্টার, আপহোলস্টার এবং কারপেন্টার ও জয়েন্টার পদে।

মোটর ভেহিকেল মেকানিক পদের জন্য আবেদন প্রার্থীদের বৈধ লাইসেন্স থাকতে হবে। এছাড়া বাকি পদের প্রত্যেকটির জন্য ওই কাজের জন্য প্রশিক্ষিত হওয়ার শংসাপত্র এবং অন্তত একবছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীর বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ছাড় পাবেন।
আরও পড়ুন- জোকোরকে উড়িয়ে ফেডেক্সের রেকর্ড ছুঁলেন “লাল রাজা” নাদাল

পদের ভিত্তিতে বেতন ৫২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ২০১৮ সালের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই ৷ ইচ্ছুক প্রার্থীদের ২ নভেম্বরের মধ্যে নীচের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে –
The Senior Manager, Mail Motor Service, 139,Beleghata Road, Kolkata – 700015































































































































