রাজ্যে এবার কোভিড টেস্টের খরচ কমল। পরীক্ষার খরচ দেড় হাজার টাকা বেধে দিল রাজ্য সরকার। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান, পুজোর সময় 24×7 কন্ট্রোল রুম চালু থাকছে নবান্নে।
আরও পড়ুন- সরানো হল গণধর্ষণের অভিযোগ, হাথরস মামলা হাতে নিয়েই বিতর্কে সিবিআই
আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পুজোর সময় সব সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পুজোর ছুটি বাতিল করা হচ্ছে। তাঁদের অন্য সময় ছুটি দেওয়া হবে।
কোভিড মোকাবিলায় টেস্টের খরচ কমানোর পাশাপাশি, রাজ্যে বাড়ছে ফ্রি বেডের সংখ্যা। বাঙুর হাসপাতালে 56টি চালু করা হয়েছে। আরও 496টি নতুন চালু হবে। আরও নার্স নিয়োগ করবে রাজ্য সরকার।
করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্স ভাড়া কমাতে হবে বলেও জানান মুখ্যসচিব। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হবে।
এবার থেকে পাড়ায় পাড়ায় চেম্বার খুলতে পারবেন চিকিৎসকরা। এ বিষয়ে আইন শিথিল করছে রাজ্য সরকার।


































































































































