লোকাল ট্রেন চালুর দাবিতে ফের বিক্ষোভ-অবরোধ! এবার কোথায় জানেন?

0
1

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে বন্ধ ছিল গণ পরিবহণগুলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক-ফেজ ঘোষণা হওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বাস-ট্যাক্সি-অটোর পাশাপাশি এ শহরে চাকা ঘুরছে মেট্রো রেলেরও। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিও চালুর মুখে। কিন্তু লোকাল ট্রেনের কোনও খবর নেই। যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ নিত্য যাত্রীদের মধ্যে জমছে ক্ষোভ। শুরু হয়েছে বিক্ষোভ।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, হুগলির পাণ্ডুয়ার পর এবার
হুগলিরই চুঁচুড়ায় রেললাইনে অবরোধ করলেন সাধারণ যাত্রীরা। রবিবারই জেলার পান্ডুয়ায় একই ইস্যুতে অবরোধ হয়েছিল। এদিনও সাধারণ যাত্রীরা দাবি তোলেন, বিশেষ ট্রেন থাকলেও, সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা নিয়মিতভাবে চালু করতে হবে। কারণ, আনলক হওয়ার পর অন্যান্য গণ পরিবহন নিয়মিত চালু হয়েছে। কর্মক্ষেত্রগুলিও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু লোকাল ট্রেন না চলায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা।

লকডাউনের সময়, গত মার্চ থেকেই দেশের বেশিরভাগ জায়গাতেই বন্ধ লোকাল ট্রেন। কিছু কিছু বিশেষ ট্রেন অত্যাবশকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের নিয়ে অবশ্য চলছে। সোমবারই পশ্চিম রেল পুনে–লোনাভালা রুটে দিনে দুটি মাত্র লোকাল ফের চালু করেছে। তাহলে বাংলায় নয় কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।