স্পা-এর আড়ালে মধুচক্র, টেলি-অভিনেতা সহ গ্রেফতার ১৬

0
1

চমকে দেওয়ার মতো ঘটনা। মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হলেন টালিগঞ্জের টেলি-অভিনেতা সৌগত বন্দ্যোপাধ্যায়।

বেশ কয়েকদিন থেকেই পুলিশের কাছে এই মধুচক্র চালানোর খবর ছিল। স্পা-এর আড়ালে এই ঘটনা চলছিল। এদিন দুপুরে পুলিশ তল্লাশিতে গেলে ধরা পড়ে যায় সকলে। রাসবিহারী এভিনিউ ও রফি আহমেদ কিদওয়াই রোডের দুটি স্পাতে তল্লাশি চালানো হয়। অভিনেতা সৌগতসহ সব মিলিয়ে ১৬জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া অনেকেই বেশ কিছু পরিচিত মুখ বলে জানা গিয়েছে। কিন্তু অভিনেতা সৌগত কীভাবে এই ঘটনায় জড়িয়ে পড়লেন তা পুলিশ জেরা করে জানার চেষ্টা করছে।

আরও পড়ুন:পুজোর ভিড়ে বাড়তে পারে আক্রান্তের সংখ্যা,হাসপাতালে আদৌ মিলবে শয্যা ?