নিজে করোনা আক্রান্ত হওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস থেকে সমর্থকদের সামনে বক্তব্য রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানে চিনকে বিঁধে বললেন, এই চিনা ভাইরাসকে আমরা খুব দ্রুত নির্মূল করব। আমাদের সেই ক্ষমতা আছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শনিবার প্রথম হোয়াইট হাউসে সমাবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে উপস্থিত প্রত্যেককেই বলা হয়েছিল বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসতে। হোয়াইট হাউসের ব্যালকনি থেকে সমাবেশে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। জানান, এখন দারুণ আছেন। ট্রাম্প বলেন, উন্নত বিজ্ঞান এবং চিকিৎসা শক্তি দিয়ে দ্রুত এই চিনা ভাইরাসকে নির্মূল করবে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন- বেনজির, সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ অন্ধ্রের মুখ্যমন্ত্রীর
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক ডা. সিয়ান কনলে জানিয়েছেন, প্রেসিডেন্টের থেকে অন্যদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি আর নেই। শনিবার কনলে এই ঘোষণা করেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে সিয়ান কনলে বলেন, ট্রাম্পের দেহে সক্রিয়ভাবে ভাইরাসের বংশবৃদ্ধির কোনও প্রমাণ নেই । তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি করোনামুক্ত কিনা সেটি এখনও স্পষ্ট নয়। কারণ ট্রাম্প করোনামুক্ত হয়েছেন, এমন কোনও ঘোষণা এখনও পর্যন্ত তাঁর চিকিৎসকরা করেননি। ভাইরাস লোড কমলেও ৭৪ বছরের ট্রাম্প এখনও সম্পূর্ণ করোনামুক্ত হননি বলেই মত সেদেশের বিশেষজ্ঞদের।

































































































































