লিপস্টিক নষ্ট হোক, তবু কী নিদান দিলেন শ্রাবন্তী!

0
1

নিউ নর্মালে অনেক কিছুই চালু হয়ে গিয়েছে। শুরু হয়েছে শুটিংও। সামনে শারোদৎসব। কিন্তু এই সময়ে সর্তক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই সময় যদি সামান্যতম শৃঙ্খলা ভঙ্গ হয়, তা হলেই বিপদ। হুহু করে বেড়ে যাবে করোনা সংক্রমণ। সে বিষয়ে সচেতনতা প্রচার করছেন নেতা-নেত্রী থেকে শুরু করে বিশিষ্ট মানুষরা। এবার নিজের ইনস্টা প্রোফাইলে মাস্ক পরার বিষয়ে সচেতনতা প্রচার করলেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী।

তিনি বলেন, অনেকেই ভাবছেন মাস্ক পরলে সাজ নষ্ট, লিপস্টিক নষ্ট। তাই মাস্ক পরতে আর ভালো লাগছে না। কিন্তু এখন সুস্থ থাকাটাই বেশি জরুরি। তাহলে ভবিষ্যতে সৌন্দর্য বজায় রাখা যাবে। ভিডিওতে নিজে মাস্ক পরে সচেতনতা প্রচার করেন শ্রাবন্তী। এইভাবে যদি সেলেবরা কোভিড সংক্রমণ ও মাস্ক পরার উপযোগিতা সম্পর্কে সবাইকে সচেতন করেন তাহলে নেটিজেনরা উৎসাহিত হবেন- মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে শোভাযাত্রা ছাড়াই প্রতিমা বিসর্জন, নির্দেশ কলকাতা পুলিশের