কলকাতার ইতিহাসে নজির গড়ার দিন। মাটি ফুঁড়ে বেরিয়ে এলো উর্বী মেশিন। ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সুড়ঙ্গ প্রাথমিকভাবে তৈরি।
এদিন সকালে শিয়ালদহের মাটি ফুঁড়ে বেরতেই নির্মানকারী সংস্থা টিবিআর-এর কর্মীরা হর্ষধ্বনিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। ওড়ে দেশের পতাকা, মেট্রোর পতাকা, সংস্থার পতাকা।
এই মুহূর্তে শিয়ালদহ থেকে ১৩০০ মিটার দূরে রয়েছে সুড়ঙ্গ। ২০১৯ সালের মার্চ মাসে মেট্রোর কাজ চলাকালীন টানেল বোরিংয়ের কাজ বন্ধ করে দিতে হয়। বউবাজারে বেশ কিছু বাড়িতে ফাটলের কারণেই এই পথ নিতে হয়। পরে কোর্টের নির্দেশে ফের কাজ শুরু হয়৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টানেল বোরিং পদ্ধতি যা কলকাতায় হলো তা ভারতে এই প্রথম। ১৯২০ সালে এই পদ্ধতি ব্যবহারেএ স্বপ্ন দেখলেও তা বাস্তবায়িত হতে লেগে গেল ১০০ বছর। দুটি মেশিন উর্বী আর চণ্ডী দিয়ে এই টানেল বোরিংয়ের কাজ শুরু হয়। এবার কাজের গতি আরও বাড়বে বলেই ধারণা নির্মানকারী সংস্থার।
আরও পড়ুন-বেসরকারি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ পৌঢ়ের