বেহালায় এক বেসরকারি হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিলেন দিলীপ বেরা (৭২) নামের এক রোগী। গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জানা যাচ্ছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওই পৌঢ় ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির বাসিন্দা দিলীপ বেরা গত বুধবার হার্নিয়ার অপরেশনের জন্য ভর্তি হন। বৃহস্পতিবার তাঁর অপারেশন হয়। সদ্য অপারেশন হওয়া একজন রুগী কী করে ঝাঁপ দেন তাই নিয়ে উঠছে প্রশ্ন।
পৌঢ়ের পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তে বেহালা থানা পুলিশ।
আরও পড়ুন-মণীশ খুনে চাঞ্চল্যকর তথ্য, বিজেপির মিছিলে ছিল আততায়ীরা!



































































































































