জিটিএ নিয়ে কেন্দ্রের যে বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হল, সেই বৈঠক বলা যেতে পারে নিষ্ফলা। বুধবারের বৈঠকে যোগ দেয়নি রাজ্য সরকার । প্রথম থেকেই এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে জলঘোলা তৈরি হয়। কেন্দ্রীয় সরকার প্রথমে জানিয়েছিল যে গোর্খাল্যান্ড নিয়ে বৈঠক হবে । পরে ভুল শুধরে জানানো হয় বৈঠকের বিষয়বস্তু জিটিএ।
আরও পড়ুন- সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টরের অস্বাভাবিক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা
নর্থ ব্লকের এই বৈঠকে জিটিএর প্রধান সচিব, দার্জিলিংয়ের জেলাশাসককে আমন্ত্রণ জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গোষ্ঠীও আমন্ত্রিত ছিল।
বৈঠকের শুরুতেই গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার দাবি জানান। একইসঙ্গে পাহাড়ের 11 জন’ জাতিকে উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় ওই বৈঠকে। জিএনএলএফ এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রী বলেন, বৈঠকের নামে পাহাড়ের মানুষকে অপমান করা ।এই প্রহসন কেন্দ্র বন্ধ করুক । দ্রুত স্থায়ী রাজনৈতিক সমাধানের ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকার । আসলে ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। যুক্তি-পাল্টা যুক্তিতে শেষ পর্যন্ত বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি।

































































































































