বিজেপির নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র ডানকুনি। নবান্নমুখী মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই ডানকুনিতে পথ অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার, বিভিন্ন দাবিতে নবান্ন অভিযান করছে বিজেপির যুব মোর্চা। এদিন সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে ডানকুনি দুর্গাপুর হাইওয়ে হয়ে নবান্নের উদ্দেশ্যে পাড়ি দেন বিজেপির নেতা-কর্মীরা। কিন্তু বিজেপি নেতা-কর্মীদের গাড়ি ডানকুনিতে আটকে দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে ডানকুনি টোল প্লাজার কাছে উত্তেজনা ছড়ায়। এরপরেই পথ অবরোধ করে বিজেপি। অবরোধ তুলতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। অবরোধ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
আরও পড়ুন-হাওড়া ময়দান, হেস্টিংস, সাঁতরাগাছি রণক্ষেত্র, মারমুখী বিজেপি



































































































































