করোনা সংক্রমণ এড়াতে এই বছর রাজধানী দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোয় অনুমতি দিল না আপ সরকার। জানা গিয়েছে, সর্বজনীন দুর্গাপুজোয় ব্যাপক মানুষের জমায়েত হলে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে এই আশঙ্কাতেই এবার অনুমতি দিচ্ছে না প্রশাসন। এর ফলে রাজধানীর বাঙালিরা এবার দুর্গোৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবেন। দিল্লির বাঙালি প্রধান এলাকা চিত্তরঞ্জন পার্কের মত বড় মাপের সর্বজনীন পুজো কমিটি এই সিদ্ধান্তে হতাশ। তবে বিধিসম্মতভাবে ঘটপুজোর মাধ্যমে পুজোর আচার পালন ও অনলাইনে অঞ্জলি দেওয়া যাবে বলে জানা যাচ্ছে। মন্দিরের দুর্গাপুজো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
আরও পড়ুন-নয়া ৩৯টি রুটে ট্রেন চালানোর অনুমোদন রেল বোর্ডের




































































































































