যোগী রাজ্যে খুন-ধর্ষণকাণ্ডে শহরে বাম-কংগ্রেসের যৌথ-মিছিল

0
3

রাজ্যের সিপিএম তথা বাম ও কংগ্রেসের যৌথ ডাকে উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের সর্বত্র ধিক্কার মিছিল পালিত হলো। ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে পার্কসার্কাস লেডি ব্রেবোর্ন কলেজ পর্যন্ত এই মিছিল সংঘটিত হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল দাহ করেন বাম-কংগ্রেস সমর্থকরা।

 

মিছিলের পুরোভাগে ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএম নেতা মহম্মদ সেলিম, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।

আরও পড়ুন- অক্টোবরেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে ২০২১-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা

মূলত, রাজ্যে মহিলা নির্যাতন থেকে উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনার প্রতিবাদে যৌথ মিছিল করল বাম-কংগ্রেস। দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে এই যৌথ মিছিল।