ভালো আছেন করোনা আক্রান্ত সৌমিত্র

0
3

ভালো আছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সূত্রের খবর, করোনা আক্রান্ত অভিনেতা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতলে সূত্রে আরও জানা গিয়েছে, কোভিড সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর ৮৫ বছর বয়সী সৌমিত্রবাবুর বুকের এক্স-রে করানো হয়েছে। টেস্ট হয়েছে রক্তের একাধিক পরীক্ষাও। সেই রিপোর্ট বেশ সন্তোষজনক। তাঁর শরীরে জ্বর নেই। খাওয়া-দাওয়াও স্বাভাবিক ছন্দে করেছেন তিনি।

উল্লেখ্য, আনলক পর্বে স্বাভাবিক কর্মজীবনে ফিরেছিলেন টলিউডের এই অভিনেতা। “অভিযান” ছবির শুটিংও করেন তিনি। তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজও করছিলেন সৌমিত্রবাবু। চলছিল নাটকের মহড়াও। কিন্তু এই মাঝে মারণ ভাইরাস থাবা দেয় তাঁকে।

আরও পড়ুন- যোগী রাজ্যে খুন-ধর্ষণকাণ্ডে শহরে বাম-কংগ্রেসের যৌথ-মিছিল