অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ-ই ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে,ঘটনা কী ?

0
1

হঠাৎই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অকুণ্ঠ ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

কিন্তু ঘটনা কী ? হঠাৎ দিলীপ ঘোষকে কেন এভাবে কৃতজ্ঞতা জানালেন যুব তৃণমূল সভাপতি অভিষেক?

টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনার পর থেকেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেগে চলেছে বিজেপি। আর এই কাজ করতে গিয়েই গোলমাল করে ফেলেছেন দিলীপ ঘোষ৷ তিনি এমন এক মন্তব্য করলেন যে, তাঁর দলই পড়েছে অস্বস্তিতে৷

আরও পড়ুন- বঙ্গ-বিজেপি’র মদতেই বঙ্গভঙ্গের বৈঠক আজ, কণাদ দাশগুপ্তর কলম

কী বলেছেন দিলীপবাবু ?
তৃণমূল শাসিত বঙ্গের পুলিশ-প্রশাসনকে বিরুদ্ধে সরব হতে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, “উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়ারাজ শুরু হয়েছে বাংলায়। এভাবে আইন-শৃঙ্খলার অবনতি হলে পশ্চিমবঙ্গে নির্বাচনই ঠিকভাবে করা যাবে না”৷
দিলীপবাবুর এই কথায় তাঁর দলের অন্দরেই চরম সমস্যা তৈরি হয়েছে৷ সমস্যায় পড়েছে বিজেপি৷
বিজেপির রাজ্য সভাপতি বিজেপি শাসিত ওই দুই রাজ্যের ‘আসল’ চিত্রই সামনে এনে দিয়েছেন বলে কটাক্ষ বিরোধীদের।

আর এই কারনেই তৃণমূল সাংসদ অভিষেক ধন্যবাদ জানালেন দিলীপ ঘোষকে৷ এক টুইটে
অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “তাঁর দলের দখলে থাকা উত্তর প্রদেশ ও শরিকের দখলে থাকা বিহারে বহাল তবিয়তে মাফিয়ারাজ কায়েম রয়েছে। এটা স্বীকার করা জন্য দিলীপ ঘোষকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।”

অভিষেকের এই ট্যুইটের প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ এখনও মুখ খোলেননি। ওদিকে দিলীপবাবু” ‘উত্তরপ্রদেশ-বিহারের মতো” মন্তব্য এখন রাজ্য-রাজনীতিতে ‘হটকেক’৷