জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। এবার তাঁর নামেও ইউটিউব চ্যানেল! অখিল ভারতীয় হিন্দু মহাসভা একথা জানিয়েছে। নিশ্চয়ই ভাবছেন কেন গডসের নামে ইউটিউব চ্যানেল? কী দেখানো হবে সেখানে? তাও জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। তাদের বক্তব্য, কেন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে, সেই সুনির্দিষ্ট কারণগুলি তুলে ধরা হবে ওই চ্যানেলে। শুধু তাই নয়, বর্তমান প্রজন্মের কাছে নাথুরাম গডসের প্রাসঙ্গিকতাও তুলে ধরা হবে বলে জানিয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা।
আরও পড়ুন- হাথরাস, বলরামপুর নিয়ে সরকারকে ভর্ৎসনা রাষ্ট্রসংঘের, পাল্টা জবাব কেন্দ্রের
সংগঠনের মুখপাত্র অভিষেক আগরওয়াল বলেছেন, ‘বর্তমানে যুব প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। নাথুরাম গডসের নামাঙ্কিত চ্যানেলটির মাধ্যমে আমরা যুব সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে চাইছি। গান্ধীকে হত্যা করা নিয়েও তাঁর সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে, তাই ওই চ্যানেলের মাধ্যমে আসল কারণগুলোও তুলে ধরা হবে। শুধু তাই নয়, গডসে কী কী ভাল কাজ করেছেন, সেগুলোরও প্রচার করা হবে সকলের জন্যে।’



































































































































