ডায়মন্ডহারবারে যাওয়ার পথে আক্রান্ত শমীক, শওকত বললেন এরপর হাড়গোড় ভাঙা হবে

0
1

ডায়মণ্ডহারবারে দলীয় সভা করতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

শমীক জানান, সভা করতে যাচ্ছিলাম ডায়মন্ডহারবারে। আমতলায় পেরনোর পরেই শ’দুয়েক লোকজন গাড়ি থামায়। পাইপ রড নিয়ে গাড়ি ভাঙচুর করে, কাচ ভেঙে দেয়। এরপর আমাকে গাড়ি থেকে বের করে কিল, চড়, ঘুষি মারে। মাটিতে ফেলে দেয়। জামা-প্যান্ট ছিঁড়ে দেয়। শমীকের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূক কংগ্রেস। তাঁর বক্তব্য, একটা সভা করতে যেতে পারব না? এটা কী হচ্ছে?

পাল্টা তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, তৃণমূল কংগ্রেস কেন করবে? উনি কবে, কোথায় যাবেন তা লোকে জানবে কী করে? যদিও দক্ষিণ ২৪ পরগণার নেতা শওকত মোল্লা উল্টো সুরে বলেন, আজকে গাড়ি ভাঙা হয়েছে, কাল হাত-পা ভেঙে দেওয়া হবে। বিজেপি দেশ জুড়ে যা করছে তাতে মানুষ ক্ষিপ্ত। আর তার প্রতিফলন ঘটছে নানা ঘটনায়।

আরও পড়ুন- পরিযায়ী শ্রমিকদের পাশে মমতা, স্বর্ণশিল্প ক্লাস্টার তৈরির নির্দেশ