সোশ্যাল মিডিয়ায় মোদিকে টেক্কা রাহুলের

0
2

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে নির্বাচনী প্রচারের সময় থেকেই প্রধানমন্ত্রীর সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল। নেটিজেনদের মধ্যে নিজের জনপ্রিয়তা বজায় রাখতে সোশ্যাল মিডিয়াকে বরাবর ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু গত কয়েক দিনে বদলে গিয়েছে সেই ছবি। ফেসবুকে জনপ্রিয় হয়ে উঠেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাহুল গান্ধীর ফেসবুক পেজে এনগেজমেন্ট বেড়েছে প্রায় ৪০ শতাংশ। ফেসবুক অ্যানালাইটিকসের থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই মূল্যায়ন বলে জানিয়েছে কংগ্রেস। রাহুলের পোস্টে ১৩.৯ মিলিয়ন এনগেজমেন্ট লক্ষ্য করা গিয়েছে।  যদিও ফেসবুকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন হঠাৎ এই জনপ্রিয়তা? কংগ্রেসের একাংশ মনে করছে, হাথরাসে ১৯ বছরের তরুণীকে ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠায় সোশ্যাল মিডিয়ায় রাহুলের জনপ্রিয়তা বেড়েছে। দলিত কন্যাকে ধর্ষণ থেকে পরিবারের অনুমতি ছাড়াই সৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোচ্চার হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা। সুবিচার পাওয়া পর্যন্ত নির্যাতিতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন:হাথরসের কাণ্ডে পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা কোথায় ?যোগী সরকারকে জিজ্ঞাসা সুপ্রিম কোর্টের