এবার যোগীর রাজ্যে IPL বেটিং চক্রের হদিশ

0
1
প্রতীকী ছবি

করোনার আবহের মধ্যে “ক্রোড়পতি” ক্রিকেট লিগ পাড়ি দিয়েছে আরব আমিরশাহিতে। আর টুর্নামেন্ট শুরুর সঙ্গেই রমরমিয়ে চলছে বেটিং চক্র। প্রতিদিনই দেশজুড়ে বেটিং চক্রের পান্ডাদের গ্রেফতারের খবর আসছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তর প্রদেশ।

উত্তরপ্রদেশের মিরাটে এক হোটেল মালিক-সহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের একটি হোটেল থেকে ধরা হয়েছে। উদ্ধার করা গিয়েছে, বেশ কিছু ল্যাপটপ, মোবাইল। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এদের হাথরাস থেকে নয়াদিল্লি যাওয়ার পথে গতকাল, সোমবার রাতে মথুরায় আটক করা হয়েছে। দুটি ক্ষেত্রেই আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে, বেঙ্গালুরুতে বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে ৪ জনকে।

আরও পড়ুন : পুলিশের জালে আইপিএল বেটিং চক্রের মূল পাণ্ডা