দিল্লিতে বৈঠকে নাড্ডার নয়া কমিটি, নতুন মুখ এনে বিহারের ২৭ প্রার্থীর নাম ঘোষণা

0
3

বিজেপির নয়া সর্বভারতীয় কমিটির প্রথম বৈঠক হলো মঙ্গলবার নয়া দিল্লিতে। দলের সদর দফতরে ৭০ জনের কমিটির অধিকাংশ পদাধিকারী উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য নির্বাচিত সহ-সভাপতি মুকুল রায়ও। তবে কোভিডে আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই বৈঠকে যেতে পারেননি সম্পাদক অনুপম হাজরা৷ ছিলেন সর্বভারতীয় মুখপাত্র তথা দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।

এদিনের বৈঠকে মূল বিষয় ছিল দায়িত্ব বন্টন। এছাড়া বিহার ও পশ্চিমবঙ্গের ভোটকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা তৈরি করা। মূলত সরকারি প্রকল্প নিয়ে আরও জোরদার প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ জনের তালিকায় অধিকাংশই নতুন মুখ। মনোনয়ন পেশ করে আগামী সপ্তাহের শুরু থেকেই প্রচারের ঘন্টা বেজে যাবে। এদিনের বৈঠকে দলের পদাধিকারীদের ভার্চুয়াল বৈঠকের উপর জোর দেওয়া হয়। বৈঠকে নরেন্দ্র মোদি এবং অমিত শাহও ছিলেন।

আরও পড়ুন- মণীশ খুনে বিস্ফোরক মদন, অর্জুন-রাজ্যপালকে একহাত নিলেন তৃণমূল নেতা