মিশর থেকে উদ্ধার করা হলো ৫৯টি সিল করা কফিন। যার মধ্যে বেশিরভাগ কফিনেই আছে মমি। প্রত্নতত্ববিদদের দাবি, কফিনগুলি ২,৬০০ বছরেরও বেশি পুরনো। সাক্কারা থেকে পাওয়া গিয়েছে এই কফিনগুলি। নেক্রোপলিসে কয়েক ডজন প্রাচীন কফিনের সন্ধান করেছেন প্রত্নতত্ত্ববিদরা।

জানা গিয়েছে, এই ধরনের কফিনকে বলা হয় সার্কোফাগি। সাক্কারা মালভূমিতে অন্তত ১১টি পিরামিড রয়েছে, এগুলিতে রয়েছে কয়েকশো প্রাচীন কবর। ২৯২০ খ্রীষ্ট পূর্বাব্দ থেকে ২৭৭০ খ্রীষ্ট পূর্বাব্দ আবার ৩৯৫ খ্রীষ্টাব্দ থেকে ৬৪২ খ্রীষ্টাব্দ পর্যন্ত বহু রাজা এবং সাধারণ মানুষের মমিও রয়েছে এখানে। প্রত্নতত্ত্ববিদদের মতে, আরও অসংখ্য মমি পাওয়া যাবে। এটি একটি বড় আবিষ্কারের সূচনা বলে মনে করছেন প্রত্নতত্ত্ববিদদের একাংশ। গত মাসে পুরাতত্ত্ববিদরা উদ্ধার হওয়া প্রথম ১৩টি কফিনের কথা জনসমক্ষে আনেন। ৩৬ ফুট গভীর কুয়ো থেকে পাওয়া গিয়েছে এই কফিনগুলি।
আরও পড়ুন:মহাকাশ কেন্দ্রে বসেই এবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ মার্কিন নাগরিকদের

































































































































