প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের ফল

0
1

আজ, সোমবার প্রকাশিত হলো চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষার ফল। http://result.jeeadv.ac.in/  ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফল। গত ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দেড় লক্ষ। পাশ করেছেন ৪৩ হাজার পরীক্ষার্থী। দেশের ২২২ শহরে ১০০১ টি পরীক্ষা কেন্দ্র পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। গত মাসে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা হয়। ওই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পেরেছেন তাঁরাই জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় অংশ নেন।


ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন চিরাগ ফালোর। তাঁর প্রাপ্ত নম্বর ৩৫২। ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন কনিষ্ক মিত্তাল। তাঁর প্রাপ্ত নম্বর ৩১৫। এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইট করে উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন। যাদের ফল আশানুরূপ হয়নি তাদের নিজেদের চেষ্টা চালিয়ে যেতে বলেছেন। পাশাপাশি আইআইটি দিল্লিকে এই পরীক্ষা নেওয়া এবং সময় মতো ফল প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন পোখরিয়াল।

আরও পড়ুন:কৃতী পড়ুয়াদের সংবর্ধনা, নবান্নে ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী