১৫ অক্টোবর থেকে কীভাবে চালু হবে স্কুল? গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

0
2

আনলক ৪-এ স্কুল চালু করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। শর্তসাপেক্ষে ২১ সেপ্টেম্বর থেকে স্কুল চালু করেছে বেশ কিছু রাজ্য। আনলক ৫-এ কেন্দ্র জানিয়েছে রাজ্যগুলি চাইলে ১৫ অক্টোবর থেকে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। কিন্তু স্কুল চালু করতে গেলে মানতে হবে বেশ কিছু নিয়ম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছেন-

◼️ স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই স্কুল চালু করা যাবে।

◼️ অভিভাবকের লিখিত অনুমতি পত্র নিয়ে তবেই স্কুলে উপস্থিত হতে পারবে পড়ুয়ারা।

◼️ স্কুল শুরু হলেও উপস্থিতির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না। অনলাইন ক্লাসকে গুরুত্ব দেওয়া হবে।

◼️ স্বাস্থ্যবিধি মেনে মিড ডে মিলের খাবার রান্না করতে হবে হবে এবং পরিবেশন করতে হবে।

◼️ কাগজ এবং পেনের পরিবর্তে অন্য কোনও পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

◼️ ক্লাস শুরু হওয়ার ২ থেকে ৩ সপ্তাহ কোনও মূল্যায়ন করা যাবে না।

আরও পড়ুন:প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের ফল