উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় দেশ জুড়ে ”অবস্থান সত্যাগ্রহ” ডাক দিয়েছে কংগ্রেস। সেইমতো আজ, সোমবার বিধান ভবনের সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদ দেখায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের প্রদেশ নেতৃত্ব উপস্থিত হয়ে ছিলেন। বিধান ভবনের কর্মসূচিতে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

আজ, সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি চলবে। এদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “হাথরাসের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সিবিআই কতটা সঠিক তদন্ত করবে তা নিয়ে সংশয় আছে। কারণ, এটা এনডিএ সরকারের নেতৃত্বাধীন সিবিআই। এর আগে উত্তর প্রদেশের পুলিশ যে ভাবে ঘটনা ধামাচাপা দিয়েছে সেটা আমরা দেখেছি। তাই আমরা দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছি।”

অন্যদিকে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ তুলে বলেন, “দিদি আর মোদির মধ্যে কোনও পার্থক্য নেই। হাথরাসের মত দিদিও এ রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।”
আরও পড়ুন-টিটাগড়ের খুনের ঘটনা নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে রাজ্য পুলিশের কার্যত নিষেধাজ্ঞা

































































































































