কোভিডে আক্রান্ত কংগ্রেস সাংসদ ডালু, শঙ্কাজনক জানাল পিয়ারলেস

0
7

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণ মালদহর সাংসদ আবু হাসেম খান চৌধুরী। রাজনৈতিক মহলে তিনি ডালুদা নামেই পরিচিত। ভর্তি রয়েছেন কলকাতার পিয়ারলেস হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন থেকেই জ্বর ছিল ডালুবাবুর।পরিস্থিতির অবনতি হলে তাঁকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় দিন পাঁচেক আগে। রয়েছেন আইসিইউতে। শরীরে অক্সিজেনের পরিমাণ কম থাকায় সমস্যা বেড়েছে। ডালুবাবুর বুকে পেস মেকার রয়েছে। তাই সমস্যা জটিল হয়েছে। বয়স এবং পেস মেকারের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন। ডালুবাবুর বয়স ৭৯।

আরও পড়ুন : উত্তরপ্রদেশ, বিহারের মত মাফিয়ারাজ এরাজ্যে, মুখ ফসকে এ কী বললেন দিলীপ?