হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি করে খুন দুষ্কৃতীদের

0
3

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক প্রোমোটারকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম অমিত হাইত (৩৮) ওরফে বুবুন। বাড়ি হাওড়ার কদমতলা এলাকায়। গতকাল, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরা থানার বেলিলিয়াস পার্ক এলাকায়। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী অমিতকে বাড়ি থেকে ডেকে এনে মাথায় গুলি করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অমিত। এরপরেই মোটরবাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অমিতকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে
নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ব্যাঁটরা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীরা অমিতের পরিচিত ছিল। আর সেই কারণেই তাদের ডাকে রাতে অমিত বাড়ি থেকে বেরিয়েছিলেন। নাম উঠে এসেছে কয়েকজনের। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন: দিলীপের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাতসকালে তুমুল উত্তেজনা তমলুকে