মহামারির আবহেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘মানববন্ধু’দের

0
9

সবসময় মানুষের পাশে থাকার অঙ্গীকারকে চলার পথের মন্ত্র করে এগিয়ে চলেছে মানববন্ধু। এবার তাদের নিবেদন ” বাঁচব মোরা সবে মিলে ”
এই অনুষ্ঠানে ছিল
আর্থিকভাবে দুর্বল পরিবারের শিশুদের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ ।
মাস্ক স্যানিটাইজার বিতরণ।
স্বেচ্ছায় রক্তদান শিবির ।
৪ অক্টোবর সোদপুর সুখচর আমবাগানে এই অনুষ্ঠান হয়। রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।
এই মহামারি পরিস্থিতিতে শারীরিক দুরত্ববিধি বজায় রেখে এই অনুষ্ঠানে মানববন্ধুর পাশে ছিলেন সকলে।
অনুষ্ঠানে শুধুমাত্র নতুন বস্ত্র প্রদান ও রক্তদানই ছিল না , এর পাশাপাশি ছিল লকডাউনের কবলে কর্মহীন কিছু শিল্পী , করোনার সন্মুখযোদ্ধা ও করোনাজয়ীদের সংবর্ধনা ‌।

আরও পড়ুন- পুজোর মুখে একধাক্কায় অনেকটাই সস্তা হল সোনা, দাম কমল রুপোরও

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়দানের লজেন্স মাসি,বিশিষ্ট চিকিৎসক ডঃ অমিতাভ নারায়ণ মুখার্জী প্রমুখ বিশিষ্টরা।