দিঘার সমুদ্র সৈকত থেকে পাকড়াও আইপিএল বেটিং চক্রের ৯ পাণ্ডা

0
3

গত কয়েকটা ম্যাচ ফিক্সিং করে হাতে এসেছে টাকা। তাই হয়তো আনন্দের চোটে দিঘা বেড়াতে গিয়েছিল বেটিং চক্রের ৯ পাণ্ডা। আর সেখানেই হল বিপত্তি। দিঘার সমুদ্রে স্নান করার সময়ে আইপিএলের বেটিং চক্রের ৯ পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ।

আইপিএল শুরু হওয়ার পর থেকেই একের পর এক বেটিং চক্রের পর্দাফাঁস হতে শুরু করে। একে একে ধরা পড়তে থাকে চক্রের পাণ্ডারা। প্রসঙ্গত, আইপিএলের বেটিং চক্রের বিভিন্ন অ্যাপ রয়েছে। মোবাইলে সেই অ্যাপ ডাউনলোড করে এরা চক্রের সঙ্গে যুক্ত হয়। সবটাই হয় অনলাইনের মাধ্যমে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চলছে বেটিংয়ের রমরমা।

আরও পড়ুন : হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি করে খুন দুষ্কৃতীদের

গত মাসের শেষের দিকে কলকাতায় ধরা পড়ে একটি জুয়া চক্র। গোপন সূত্রে খবর পেয়ে হেয়ার স্ট্রিট, পার্ক স্ট্রিট, যাদবপুর, সল্টলেকে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের অধিকাংশের বয়সই মধ্য কুড়ির আশোপাশে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে মোট ১৭ মোবাইল ফোন, ১৪ ল্যাপটপ, তিনটি টিভি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে একটি গাড়ি–সহ নগদ দেড় লক্ষ টাকাও উদ্ধার হয়।

তারপর কোন্নগরের ধর্মডাঙা এলাকার একটি বাড়ি থেকে বেটিংয়ের সঙ্গে যুক্ত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২৫ হাজার টাকা ও ১২ টি মোবাইল ফোন। ধৃতদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে। সকলেরই বাড়ি উত্তরপাড়া, হিন্দমোটর ও কোন্নগর এলাকায়।

দু’দিন আগেই মেমারি থেকে বেটিং চক্রে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থেকে প্রায় এক লক্ষ নগদ টাকা, তিনটি মোবাইল, ও একটি আইফোন সহ বেটিং চক্রের তিন পাণ্ডা এবং এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, তাদের জেরা করেই এই ন’জনের নাম পায় পুলিশ। তারপর মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে শনিবার দুপুরে দিঘায় হানা দেয় পুলিশ। পূর্ব বর্ধমানের মেমারি থানা ও দিঘা থানার পুলিশের যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় আরও ৯ জনকে। পুলিশের প্রাথমিক অনুমান, বর্ধমানে বড় জুয়া চক্র চালাচ্ছিল এরা। কিন্তু সেখানে আচমকা ধড়পাকড় শুরু হওয়ায়, দিঘায় এসে গা ঢাকা দিয়ে ছিল এরা।

সম্প্রতি, আইপিএল শুরু হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে, এবারের কোনও ম্যাচ ভারতে খেলা হবে না। সংযুক্ত আরব আমিরশাহিতে ২০ ওভারের ক্রিকেট যুদ্ধ হলেও লক্ষ মাইল দূরে বাংলাতে উন্মাদনা একই। সেই সঙ্গে চলছে দেদার বেটিংও।