ফের বলিউড হারাল আরও একজনকে। শুক্রবার মৃত্যু হয়েছে অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়ের। বছর ২৭ এর অভিনেত্রী কিডনির সমস্যায় ভুগছিলেন। তার উপরে আবার কিটো ডায়েট। ধকল সামলাতে পারেননি অভিনেত্রী।
পরিবার সূত্রে খবর, শনিবারই মিষ্টি মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারে আছেন বাবা-মা ও ভাই। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনির সমস্যার পাশাপাশি কিটো ডায়েট করায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ২০১৩ সালে ‘ম্যায় কৃষ্ণা হুঁ’ ছবির মাধ্যম সিনে জগতে তাঁর প্রবেশ। বেশকিছু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। যদিও সিনেমার কেরিয়ার তেমন সফল হননি তিনি। ২০১৪ সালে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পর্ন ফিল্ম বানানোর অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুন:যীশুর নিউ লুকে মুগ্ধ টলিউড, ছবি ভাইরাল




































































































































