ফের নাশকতার ছক! বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

গাড়ি তল্লাশি করলে প্লাস্টিক প্যাকেট মোড়া প্রায় ৩৯,০০০ পিস ডিটোনেটর উদ্ধার হয়।ডিটোনেটরগুলির বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা।ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।

0
2

বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানার জয়পুরে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটিকেও আটক করা হয়েছে। ওই বিপুল বিস্ফোরক কী উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে রানিগঞ্জ মোরগ্রাম জাতীয় সড়কের মহম্মদ বাজারের জয়পুর এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি মারুতি ভ্যান দেখে সন্দেহ হয়। গাড়ি তল্লাশি করলে প্লাস্টিক প্যাকেট মোড়া প্রায় ৩৯,০০০ পিস ডিটোনেটর উদ্ধার হয়। ঘটনায় গাড়ির চালক আশিস কেওরাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, রানিগঞ্জ থেকে ডিটোনেটরগুলি রামপুরহাট পাথর শিল্পাঞ্চল এলাকার কোন পাথর খাদানে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালক।

বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, “পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি মারুতি ভ্যান থেকে বিপুল পরিমাণে ডিটোনেটর উদ্ধার হয়। একজনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে”।

বিস্ফোরকগুলি পাথর খাদানে ব্যবহার না কোন নাশকতামূলক কাজের জন্য পাচার হচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ডিটোনেটরগুলির বাজারমূল্য প্রায় আট লক্ষ টাকা।

আরও পড়ুন-হাওড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রোমোটারকে গুলি করে খুন দুষ্কৃতীদের