ওয়াটসন-ডু’প্লেসির ওপেনিং জুটিতেই উড়ে গেল পঞ্জাব!

0
2

কিংস ইলেভেন পঞ্জাব – ১৭৮/৫
চেন্নাই সুপার কিংস – ১৮১/০

১০ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

চেন্নাইয়ের এই ফর্ম কোথায় ছিল? হারতে হারতে লীগ টেবিলের তলায় পৌঁছে গিয়েছিল যে দল আজ হুঙ্কার দিয়ে বেরিয়ে এল তিনবারের চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই সুপার কিংস। এই তো চ্যাম্পিয়নদের রাজকীয় প্রত্যাবর্তন। হারের হ্যাটট্রিকের পর দুর্দান্ত জয়৷ অনবদ্য ব্যাটিংয়ের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবকে হেলায় হারিয়ে তিন ম্যাচের পর জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস৷

টসে জিতে অধিনায়ক কে এল রাহুলের ৫২ বলে ৬৩, নিকোলাস পুরণের ১৭ বলে ৩৩ এবং ময়াঙ্ক আগারওয়ালের ১৯ বলে ২৬ রানের দৌলতে পঞ্জাব ১৭৯ রানের লক্ষ্য রাখে চেন্নাইয়ের বিরুদ্ধে।

ওয়াটসন ৫৩ বলে ৮৩ এবং ডু’প্লেসির ৫৩ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংসে এতিদিনের পরাজয়ের সব দুঃখ ভুলিয়ে দেয় চেন্নাই ফ্যানেদের। চলতি আইপিএল দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি(১৮১ রান) এটি৷ ১৭৮ রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ধোনি অ্যান্ড কোং৷ আগের ম্যাচের ব্যর্থতা ভুলিয়ে এদিন দুরন্ত ব্যাটিং উপহার দেয় ওয়াটসন৷

আরও পড়ুন- ফের ধর্ষণ উত্তরপ্রদেশে, প্রয়াগরাজের বিজেপি নেতা হেফাজতে