তৃণমূল নেতাদের বেনজির আক্রমণ করে ৮ই নবান্ন নাড়িয়ে দেওয়ার হুমকি অর্জুন-সৌমিত্রর

সাংসদ অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, "৮ তারিখ সর্বশক্তি দিয়ে নবান্ন অভিযান করবে বিজেপি। চ্যালেঞ্জ করে বলছি, কোনও বাধা মানবো না আমরা। গেরিলা কায়দায় হবে এই অভিযান হবে। নবান্ন নড়ে যাবে। দেখি কে আটকায়।"

0
2

তৃণমূল নেতা-মন্ত্রীদের বেনজির ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতারা। একইসঙ্গে আগামী ৮ অক্টোবর রাজ্য সরকারের সদর দফতর নবান্নের ভিত নড়িয়ে দেওয়ার হুমকি দিলেন তাঁরা। আজ, রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক দলীয় কর্মসূচি ও রক্তদান শিবির থেকে বিজেপি সাংসদ অর্জুন সিং হুঁশিয়ারি দিয়ে বলেন, “৮ তারিখ সর্বশক্তি দিয়ে নবান্ন অভিযান করবে বিজেপি। চ্যালেঞ্জ করে বলছি, কোনও বাধা মানবো না আমরা। গেরিলা কায়দায় হবে এই অভিযান হবে। নবান্ন নড়ে যাবে। দেখি কে আটকায়।”

অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ তথা বঙ্গ বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সুর চড়িয়ে বলেন,”খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রিকশাওয়ালা। ও আবার রাজ্যপালকে কী বলবে? ওর কোনও যোগ্যতা নেই। কোনওভাবেই নবান্ন অভিযান আটকাতে পারবে না।”

এই অনুষ্ঠান থেকেই বিজেপির আরেক যুব নেতা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২১ সালে তৃণমূল নেতারা টয়লেটে যেতে ভয় পাবে। ওরা যা অত্যাচার করছে, তার তিনগুণ অত্যাচার ফিরিয়ে দেবো আমরা।”

উল্লেখ্য, রাজ্যে আইন-শৃঙ্খলা অবনতি-সহ একাধিক ইস্যুতে আগামী ৮ অক্টোবর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুবমোর্চা। পুজোর আগে যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল উত্তেজনা তৈরি হতে চলেছে। প্রশাসন বিজেপির এই নবান্ন অভিযান কখনই সফল হতে দেবে না। অন্যদিকে, গেরুয়া শিবির এই কর্মসূচি নিয়ে সুর সপ্তমে চড়িয়েছে।

আরও পড়ুন-দিলীপের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাতসকালে তুমুল উত্তেজনা তমলুকে