মানালিতে অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
1
narendra modi
  • বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গ পথের উদ্বোধন
  • ৯.২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ
  • পাহাড়ে দু আড়াই ঘণ্টার যাত্রাপথ কম হলে অত্যন্ত সুবিধে হয় স্থানীয় বাসিন্দাদের
  • লেহ- মানালির দূরত্ব কমলো এই টানেলের মাধ্যমে
  • ২০১৪-পর অটল টানেলের কাজ অত্যন্ত দ্রুত হয়েছে
  • মাত্র ছয় বছরের ২৬ বছরের কাজ পূর্ণ করা হয়েছে
  • কাজে দেরি হলে দেশের আর্থিক ক্ষতি হত
  • দেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • অটল টানেলের মতো দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প দীর্ঘসূত্রিতার কবলে
  • কোশি মহাসেতুর কাজ অটলবিহারি বাজপেয়ীর সময় শুরু হয়
  • মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল ২০১৪, থেকে আবার কাজ শুরু হয়
  • এই সরকারের আমলে সব প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে
  • সীমান্তকে আরও মজবুত করবে অটল টানেল
  • দেশের জওয়ানদের জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার সব রকম সুবিধা দিতে প্রস্তুত
  • “দেশের রক্ষা এবং দেশের ঐতিহ্য ছাড়া আর কিছু বড় নেই আমার কাছে”
  • আগে দৈনিক ৩০০ মিটার রাস্তা তৈরির কাজ হতো
  • বিগত ৬ বছরে দৈনিক ১৪০০ মিটারের কাজ হয়েছে
  • ইউপিএ সরকারের আমলে কাজের গতি শ্লথ হয়ে যায়
  • যেভাবে দেশের গতি বাড়ছে, সেই অনুযায়ী পরিকাঠামো উন্নয়ন করতে হবে
  • “আমার ওপর হিমাচলের প্রচুর অধিকার রয়েছে”
  • অটল টানেলের কাজে তথ্য নথিবদ্ধ করা হবে
  • প্রত্যেক বিভাগের মোট ১৫০০ কর্মী নিজেদের অভিজ্ঞতার কথা লিখবেন
  • পড়ুয়ারা এসে এই কাজে কীভাবে হল সে বিষয়ে শিখবে
  • এই টানেলের কাজ শিক্ষার একটি বিষয়বস্তু হোক
  • সেই সেনা জওয়ানদের অভিনন্দন যাঁরা এই টানেলের কাজ সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করেছেন

আরও পড়ুন-হার যোগী প্রশাসনের, মিডিয়ার সামনে ক্ষোভ, চক্রান্তের কথা উগরে দিলেন মা-ভাই