সুশান্ত সিং রাজপুত খুন হননি। আত্মহত্যাই করেছেন বলিউড অভিনেতা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির এইমসের চিকিৎসক দল এই কথা জানিয়েছে সিবিআই-কে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু বা শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা।
গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মুম্বই পুলিশ জানিয়েছিল, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা। কিন্তু সুশান্তের পরিবার এবং আইনজীবী বিকাশ সিং অভিনেতাকে খুন করার অভিযোগ তুলেছিলেন। এমনকী এই মৃত্যুর সুবিচার চেয়ে সরব হন সুশান্তের অনুরাগী থেকে বলিউডের একাংশ।
আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ টাকা তছরুপের অভিযোগ তোলে সুশান্তের পরিবার। অভিনেতার বাবা কে কে সিং রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। দীর্ঘ টানাপোড়েনের পর বিহার সরকারের সুপারিশ মেনে সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেয় কেন্দ্রীয় সরকার। তদন্তের স্বার্থেই ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে দিল্লির এইমসের চার চিকিৎসকদের একটি দল তৈরি করা হয়। এই বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ছিলেন এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্ত। সব দিক খতিয়ে দেখে সোমবার রিপোর্ট জমা দিয়েছে বিশেষজ্ঞ দল।
সুশান্তের ময়নাতদন্ত হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। ময়নাতদন্তের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, গলায় ফাঁস লাগার জন্য দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে সুশান্তের। সেই একই তথ্য সিবিআইকে দিয়েছে এইমসের বিশেষজ্ঞ দল। এই মৃত্যু তদন্তে নেমে রিয়া চক্রবর্তী সহ ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তের স্বার্থে অভিনেতারা ল্যাপটপ, হার্ড ড্রাইভ, মোবাইল ফোন ডিজিটাল ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন:মহামারি আবহে এবার নতুন আতঙ্ক ‘কঙ্গো জ্বর’, হাই অ্যালার্ট জারি রাজ্যে



































































































































