‘বিরাট’ ফর্মে কোহলি! রাজস্থানকে ৮ উইকেটে হারাল বেঙ্গালুরু

0
2

রাজস্থান রয়্যালস – ১৫৪/৫
রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু- ১৫৮/২

৮ উইকেটে জয়ী রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরু

বিরাট কোহলির ৭২(৫৩) রানের রাজকীয় ব্যাটিং রয়্যাল চেলেঞ্জার বেঙ্গালুরুকে পৌঁছে দিল পয়েন্ট টেবিলের শীর্ষে। ৪ ম্যাচে তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে বিরাটবাহিনী এখন সবার ওপরে। দেবদূত পাডিক্কালের ৬৩(৪৫) রানের যোগ্য সঙ্গত কোহিলিদের খুব সহজেই জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়।

বিরাট বাহিনীর বোলিং আক্রমণে রাজস্থান রয়্যালের স্কোর ১৫৪ রানেই থেমে যায়। একমাত্র জস বাটলার ২২(১২) ও লমরোর ৪৭(৩৯) রানের ইনিংসের সৌজন্যে রাজস্থানের স্কোরবোর্ড দেড়শো পার করে। চাহাল ৩টি ও উদানা ২টি করে উইকেট নেয়।

আরও পড়ুন- যীশুর নিউ লুকে মুগ্ধ টলিউড, ছবি ভাইরাল