দলিতদের সমর্থনে আজ বেহালা শিমুলতলাতে উত্তর প্রদেশের দলিত কন্যা মনীষা বাল্মীকির ধর্ষণ ও হত্যাকারীদের কঠোরতম শাস্তির দাবি করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আজ, শনিবার তাঁর বিধানসভা অঞ্চল বেহালায় একটি প্রতিবাদ সভাতে পার্থ চট্টোপাধ্যায় বললেন, “যোগী আদিত্যনাথ সরকার নাটক শুরু করছে। মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার রাজ্যে। সেটাকে ধামাচাপা দিতে যোগী নাটক করছে। দলিতদের উপরে অত্যাচারে সারা দেশে গর্জে উঠেছে। আমরাও এই আন্দোলনে সামিল হয়েছি। দিনের পর দিন দলিতদের উপর অত্যাচার চলছে। আর যারাই বিরোধীতা করছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে ব্যবহার করে। আমাদের সাংসদদের পুলিশ দিয়ে আটকানো হচ্ছে। এই অত্যাচারিত দলিতদের সঙ্গে আমরা আছি। আমরা আন্দোলন চালিয়ে যাবো। মনীষা হত্যাকারীর শাস্তির দাবি করছি।”
আরও পড়ুন- ‘বিরাট’ ফর্মে কোহলি! রাজস্থানকে ৮ উইকেটে হারাল বেঙ্গালুরু































































































































