শিলিগুড়ি থেকে ১৭ কোটি টাকার সোনা উদ্ধার ডিআরআইয়ের

0
3

শিলিগুড়ি থেকে সোনার বিস্কুট উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরে আধিকারিকরা। যার মূল্য প্রায় ১৭ কোটি টাকা। ঘটনায় জড়িত থাকায় ৪ জনকে গ্রেফতার করেছে ডিআরআই। তাদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান্ত কুমার ও দীপক কুমার। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা নিয়েও খোঁজ শুরু করেছে ডিআরআই।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করেন আধিকারিকরা। ফাঁসিদেওয়ার গোয়ালটুলিতে ট্রাক আটক করেন আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ট্রাক থেকে ২০২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার ওজন ৩৩ কেজি ২৫২ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার ১৬৮ টাকা। পুলিশ সূত্রে খবর, ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে বিদেশি সোনাগুলি অসমে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের চারজনের মধ্যে একজন ড্রাইভার, একজন নিরাপত্তারক্ষী ও বাকি দুজন হেল্পার। জেরায় পুলিশকে জানিয়েছে, তারা সবাই রাজস্থানের বাসিন্দা। ধৃতদের মধ্যে নিশান্তের পোশাকের ভেতর থেকে ৫০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। বাকি বিস্কুট দীপকের ট্রলিতে রাখা ছিল।

আরও পড়ুন:“অপমানিত হয়ে দায়িত্ব ছাড়লেন”- ঘোষণা তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর