কলকাতায় ফিরেই শাসক দলকে এক হাত নিলেন দিলীপ

0
1

কলকাতায় ফিরেই মিছিলে পা মেলালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেঙ্গল কেমিক্যাল থেকে সিঁথির মোড় পর্যন্ত ছিল বিজেপি কর্মীদের ভিড়।

এদিন বিমানবন্দরে নেমে দিলীপ কৃষিবিল প্রসঙ্গে বলেন, বিরোধীরা যারা লাভবান হতো, কৃষকদের মাথায় হাত বুলিয়ে খেত তাদের লোকসান হবে বলে বিরোধিতা করছে, আর কলকাতায় মিছিল করছে। দিলীপের দাবি, হাথরাস নিয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে। দোষীরা সাজা পাবে। যারা এসব নিয়ে রাজনীতি করছে তারা এসে দেখে যান,পশিমবঙ্গের পরিস্থিতি। সারা দুনিয়ার জঙ্গিরা এখানে এসে আশ্রয় নিচ্ছে। মানুষ বুঝছে।

আরও পড়ুন-৩০ টাকার কাগজ ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা!