বিহার-ভোট এগিয়ে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় CBI-এর নতুন চমক।
সূত্রের খবর, CBI দ্বিতীয় পর্যায়ে রাজপুতের মৃত্যু মামলায় তদন্ত শুরু করতে চলেছে। এবার গোয়েন্দা সংস্থা এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা বা খুনের মামলা যুক্ত করছে। সুশান্তের ‘ফ্ল্যাটমেট’ সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজকে ৩০২ ধারার মামলায় CBI ‘রাজসাক্ষী’ করছে৷
দিনদুয়েক আগে CBI জানিয়েছিলো, সুশান্তের মৃত্যুর ঘটনায় আত্মহত্যা এবং খুন, দু’টি তত্ত্ব বজায় রেখেই তদন্ত চলবে। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর টুইট করে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছিলেন, রাজপুত মামলায় CBI-এর উচিত ৩০২ ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত করা। একটু দেরি হলেও CBI এবার সে পথেই হাঁটছে৷
এদিকে সূত্রের খবর, সুশান্তের ভিসেরা রিপোর্টে কোনওরকম বিষ প্রয়োগের উল্লেখ করা না হলেও মেডিক্যাল রিপোর্টে এমন কিছু বিষয় উঠে এসেছে, যাতে গোয়েন্দাদের ধারনা হয়েছে, এটি সাধারণ আত্মহত্যা নয়৷ ওদিকে, কুপার হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টে অনেক বিষয়ই তুলে ধরা হয়নি বলে অভিযোগ করেছিল AIIMS-এর ফরেন্সিক টিমও।
আরও পড়ুন-বিগ বস সিজন ১৪-এ আসছেন রাধে মা, জানেন তাঁর পারিশ্রমিক কত…



































































































































