হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে বৃহস্পতিবার প্রথমে রাহুল গান্ধীকে আটকানো হলো, মেরে মাটিতে ফেলা হল। আর শুক্রবার, তৃণমূলের সাংসদ দলকে। একইভাবে মেরে মাটিতে ফেলে দেওয়া হলো তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনকে। সে নিয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপির সহ-সভাপতি মুকুল রায় বেফাঁস মন্তব্য করলেন। শুধু যে তিনি এই আটকানোকে সমর্থন করলেন তাই নয়, এ রাজ্যের ঘটনাকে উদাহরণ হিসাবে টানতে গিয়ে বললেন, ‘নাথিং নিউ’। অর্থাৎ বিজেপি নেতা হিসাবে তিনি এই ঘটনার মোটেই বিরোধিতা করছেন না, কার্যত মুখে সমর্থনের সুর।
দিল্লি থেকে ফিরে মুকুল কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর দাবি উত্তরপ্রদেশ সরকার নাকি ঠিক ব্যবস্থা নেবে। আর রাজ্যের নির্বাচনে কোনও বিশেষ দায়িত্ব? মুকুল বলেন, সহ সভাপতি হিসাবে অন্য রাজ্যের মতো এ রাজ্যের ভোটেও যে দায়িত্ব থাকবে, বাংলার ক্ষেত্রেও থাকবে।
আরও পড়ুন- জানুয়ারিতেই দেশে করোনার প্রতিষেধক? ইঙ্গিত দিলেন গুলেরিয়া