হুগলি জেলায় আগামী বিধানসভা ভোটে তৃণমূলের লড়াই কঠিন হবে, জানাচ্ছেন খোদ হুগলির তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রবীর ঘোষাল। গত লোকসভা নির্বাচনের পর হুগলি জেলায় বিজেপি তাদের ভোট ক্রমশই বাড়িয়ে চলেছে। তৃণমূলের সংগঠন যাতে আরও জোরদার হয় সেজন্য লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলার নেতৃত্ব বদল হয়েছিল। বলা হয়েছিল, সকলকে সঙ্গে নিয়ে যাতে দলকে আরও বেশি শক্তিশালী করা যায় সেই ব্যাপারে সকলকে নজর দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই ধরনের কোনও চেষ্টাই করা হয়নি। উপরন্তু আমরা কী দেখছি, দলের যে সমস্ত কর্মসূচীগুলি নেওয়া হচ্ছে তাতে কিন্তু অধিকাংশ নির্বাচিত বিধায়কদের জানানো হচ্ছে না, বলে দুঃখ প্রকাশ করলেন প্রবীর ঘোষাল।
আজ, অর্থাৎ শুক্রবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রবীর ঘোষাল এক সাংবাদিক সম্মেলন করে এহেন মন্তব্য করেন। বলেন, “যেখানে দলকে আরও শক্তিশালী করার কথা সেখানে কিন্তু গোষ্ঠী কোন্দল চলছে। চলছে মিছিল পাল্টা মিছিল। যেমন বিড়াল কে মাছ পাহারা দেওয়ার কথা বললেও বিড়াল কিন্তু মাছ নিয়ে পালিয়ে যাচ্ছে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য তারাই বাস্তবে সে উদ্যোগ নিচ্ছেন না। অন্তত ১১ জন বিধায়ক আমার কাছে অভিযোগ করেছেন যে,তাঁদের এলাকায় তাঁদের না জানিয়ে নানা ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। এতে তাঁদের যারা বিরোধী পক্ষ আছে তাঁদের হাত শক্তিশালী করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এতে কিন্তু দলের শক্তি বৃদ্ধির বদলে শক্তি ক্ষয় হচ্ছে। এবং আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।“
আরও পড়ুন-অভ্যাস বজায় রেখে রাজ্যকে তোপ ধনকড়ের, শিল্পীর ভঙ্গিতেই জবাব ব্রাত্যর